October 6, 2025

আগিয়ে আসছে অশনি, পৌরবাসীকে নিরাপদে রাখতে পথে নামলেন পৌরপ্রধান

সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: আগিয়ে আসছে অশনি। অশনির জেরে জলমগ্ন হতে পারে তারকেশ্বর শহর। তার আগেই জেসিবি দিয়ে নিকাশি নালা পরিষ্কার করার কাজ শুরু করলো তারকেশ্বর পৌরসভা।
উল্লেখ্য, একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে তারকেশ্বর পৌরসভার একাধিক ওয়ার্ড। গত দু’দিন ধরে অশনির জেরে মাঝে মাঝেই মুষল ধারায় হচ্ছে বৃষ্টি। তার জেরে ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে জল জমতে শুরু করেছে। অশনির জেরে আরও বৃষ্টিপাতের সম্ভবনা আছে। যাতে শহরের মানুষ জল যন্ত্রনার শিকার না হন আগে ভাগেই জেসিবি মেশিন দিয়ে ১৪নং ওয়ার্ড রেলস্টেশন সংলগ্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে জল নিকাশি নালাগুলিকে পরিষ্কার করার কাজ শুরু করল তারকেশ্বর পৌরসভা। খোদ চেয়ারম্যান উত্তম কুন্ডু নিজে দাঁড়িয়ে থেকে জল নিকাশি নালাগুলি পরিষ্কার করার তদারকি করেন।
চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান, একদিকে অশনির জেরে বৃষ্টি, অন্যদিকে কয়েক মাস পরেই নামবে বর্ষা । শহরের মানুষ যাতে জলযন্ত্রনার শিকার না হন তাই পৌরসভার পক্ষ থেকে আগে ভাগেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর পেস্ট্রিতে মজেছেন টলিউড অভিনেত্রা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,

Loading