October 6, 2025

চকোলেট আর পেস্ট্রিতে মজেছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সোমালিয়া সংবাদ, কলকাতা: টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই বাঙালীর আবেগ জড়িয়ে রয়েছে। অসংখ্য সিনেমায় তাঁর অভিনয় বাঙালীর মননে গাঁথা রয়েছে। এখনও ভাল ছবিতে তিনি অভিনয় করছেন। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে তাঁর চালচলন, আচার ব্যবহার ও খাওয়া দাওয়ার দিকে নজর থাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফিগারের রহস্য এখনও কেউ উদঘাটন করতে পারেননি। তবে তিনি বরাবরই খাওয়ার ব্যাপারে ভীষণ হিসেবি। নিয়মের বাইরে খান না কিছুই। এহেন ‘টলিউডের ইন্ডাস্ট্রি’ হঠাৎ যদি সোশ্যাল মিডিয়ায় চকোলেট আর পেস্ট্রি খাওয়ার রিল দেন , তাহলে সেই রিল নিয়ে শোরগোল হবে বৈকি। তা সে যতই এক চামচ হোক, পছন্দের অভিনেতাকে পেস্ট্রি খেতে দেখে বেশ অবাক টলিউড থেকে শুরু করে অনুরাগীরাও। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁয় বসে চকোলেট ও পেস্ট্রি খাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কেবল এক চামচ। নিজের মুখে অবশ্য বলছেন, এই মিষ্টি ডিশ তাঁর খুব প্রিয়। আর তা দেখেই নেট দুনিয়ায় অনুরাগীরা হইচই ফেলে দেন। তাঁদের প্রিয় অভিনেতার মিষ্টি খাবার খাওয়া দেখে রীতিমতো উৎফুল্ল অনুরাগীরা। সামনেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘আয় খুকু আয়’। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। প্রসেনজিতের মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাফিয়াথ রশিদ মিথিলাকে। এই ছবিকে ঘিরেও উন্মাদনা দেখা দিয়েছে।

Loading