October 5, 2025

বহিরাগত নেতৃত্বই শেষ করছে আরামবাগ তৃণমূলকে

 সোমালিয়া সংবাদ, আরামবাগ: আবার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার পরিকাঠামোতে প্রলেপ। জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের সঙ্গে জুড়ে দেওয়া হল জেলার দুই হেভিওয়েট নেতা দিলীপ যাদব ও স্নেহাশিস চক্রবর্তীকে। আরামবাগ মহকুমা গত কয়েক বছর ধরে তৃণমূল নেতৃত্বের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত লোকসভা নির্বাচনে হারতে হারতে জিতে গেছেন দলের প্রার্থী অপরূপা পোদ্দার। আর তারপর থেকেই একটু একটু করে আরামবাগ যেন তৃণমূলের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। তার ফলস্বরূপ বিধানসভা নির্বাচনে মহাকুমার চারটে আসনই হাতছাড়া। তবে আরামবাগ মহকুমায় দলের এই দুরবস্থার জন্য বিরোধী বিজেপির উত্থান যতটা না দায়ী তার থেকে বেশি দায়ী তৃণমূলের নিজস্ব  অন্তর্দ্বন্দ্ব। আর যার জেরে দীর্ঘদিন ধরেই দলের বিভিন্ন স্তরের কমিটি গঠন করাও সম্ভব হয়ে ওঠেনি। রাজ্য নেতৃত্ব এই  অন্তর্দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করলেও বাস্তবে তা কোনভাবেই সম্ভব হচ্ছে না। তৃণমূলের আরামবাগের এক দাপুটে নেতার কথায়, দলের রাজ্য নেতৃত্ব আরামবাগ তৃণমূলের রোগটাই ধরতে পারছে না। আর ধরতে পারলেও তা নিরাময় করার ইচ্ছা তাদের নেই। ওই নেতার কথায়, আরামবাগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রাখতে চাইছে হুগলি জেলার কিছু প্রভাবশালী নেতা। ব্যক্তিগত সুবিধার জন্য ওই সমস্ত নেতারা সব সময়ই নিজেদের পছন্দের লোকের মাধ্যমে কমিটি গঠন করছে। যার ফল ভোগ করতে হচ্ছে দলকে। জেলা স্তরের ওই নেতারা দলের কখনোই ভাল চায় না। তারা নিজেদের ভালটুকুই শুধু বোঝে। তাই গোষ্ঠীদ্বন্দ্ব টিকিয়ে রেখে তারা নিজেদের স্বার্থসিদ্ধি করে চলে যাচ্ছে। আরামবাগের আর এক নেতার কথায়, আকবর আলি খন্দকার বা তপন দাশগুপ্তের আমলেও আরামবাগে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। কিন্তু তা কখনও এরকম নোংরামোর পর্যায়ে পৌঁছয়নি।  বর্তমানের জেলাস্তরের নেতারা একেবারে প্রকাশ্যে সেই দ্বন্দ্বকে প্রশ্রয় দিয়ে চলেছে। আর তার ফলে যা হবার তাই হচ্ছে। তাঁর কথায়, জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় আরামবাগ মহকুমার বাইরের নেতা। তাঁর সঙ্গে যে দুজনকে জুড়ে দেওয়া হল তারাও সেই একই ধরনের। আর তার ফলে যেখানে দুটি গোষ্ঠী ছিল এবার তা চারটেতে পরিণত হল। এর ফলে দল আরও ভেঙে খান খান হয়ে যাবে। তিনি প্রশ্ন তুললেন, বারবার বহিরাগতদেরকে কেন আরামবাগের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে? আরামবাগকে শাসন করার মত কি আরামবাগে কোন নেতা নেই? পাশাপাশি তিনি এই সতর্কবার্তাও দিলেন, রাজ্য নেতৃত্ব বারবার যদি আরামবাগের বাইরের নেতা দিয়ে আরামবাগকে শাসন করতে চায়, তাহলে আগামী নির্বাচনে আরামবাগ লোকসভা আসন তৃণমূলের হাতছাড়া হলেও আশ্চর্যের কিছু থাকবে না।

Loading