সোমালিয়া সংবাদ, নয়া দিল্লি: জাতীয় কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগ সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বের। যুবসমাজকে সামনের সারিতে তুলে আনতে একসঙ্গে দলীয় কাঠামোয় একাধিক সংস্কারের পথে হাঁটছে এআইসিসি। পরিবারতন্ত্রের বদনাম ঘোচাতে কংগ্রেসের সিদ্ধান্ত, এবার থেকে এক পরিবারের একজন সদস্যকেই টিকিট দেওয়া হবে। বাবা সাংসদ-ছেলে বিধায়ক, কিংবা বাবা মন্ত্রী-ছেলে সাংসদ, এসব আর চলবে না। কংগ্রেসের চিন্তন শিবির শুরুর ঠিক আগে দলের অন্যতম সাধারণ সম্পাদক অজয় মাকেন জানিয়েছেন, এক পরিবার এক টিকিট নীতিতে মোটামুটি সবাই একমত। এই নীতি থেকে শুধু গান্ধি পরিবারকে বাদ রাখা হবে। কংগ্রেস সূত্রের খবর, এক পরিবারের একাধিক সদস্য তো টিকিট পাবেনই না, কোনও নেতার আত্মীয়কে টিকিট পেতে হলেও তাঁকে অন্তত পাঁচ বছর কংগ্রেসের হয়ে কাজ করতে হবে। রাজস্থানের উদয়পুরে তিন দিনের চিন্তন শিবিরে সনিয়া এদিন বলেন, ‘আজ আমরা যা কিছু, সবই কংগ্রেস পার্টির জন্য। আজ সময় এসেছে সেই ঋণ শোধ করার।’ পাশাপাশি তীব্র আক্রমণ শানালেন বিজেপিকেও। সনিয়া বলেন, ‘কংগ্রেস ঐতিহাসিক ভাবে দেশের কল্যাণের স্বার্থে কাজ করে এসেছে। আজ সেই দলের সামনে অভূতপূর্ব পরিস্থিতি। তার কারণ ভারতীয় জনতা পার্টি এবং তার জন-বিরোধী নীতি। সনিয়ার আহ্বান, এই পরিস্থিতিতে দলকে প্রয়োজনীয় কিছু বদলের মধ্যে দিয়ে আরও সময়োপযোগী হয়ে উঠতে হবে। সবমিলিয়ে এখন দেখার কংগ্রেসের এই নীতি কতটা কার্যকর হয়।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে