সোমালিয়া সংবাদ, নদীয়া: কংগ্রেসের প্রাচীন কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকায়। জানা গিয়েছে, নদীয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম পঞ্চায়েতের যুগপুর বাজারে ৫০ বছরের পুরনো কংগ্রেসের একটি কার্যালয় ছিল। প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খুলে দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করতেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ প্রতিদিনের মতো রাত্রি ন’টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান কংগ্রেস কর্মীরা। রাত্রি সাড়ে বারোটা নাগাদ তাঁদের কাছে পুনরায় খবর আছে কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে কার্যালয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল কর্মী এবং নাকাশিপাড়া থানার পুলিশ। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কংগ্রেস কার্যালয়টি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের নাকাশিপাড়া থানা এলাকায় তৃণমুলের দস্যু বাহিনী পুলিশের মদতে রাতের বেলায় কংগ্রেসের পার্টি অফিস আগুনে পুড়িয়ে ছাড়খার করে দেয়। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবী, কংগ্রেসের পার্টি অফিস যারা পুড়িয়েছে তাদের গ্রেফতার করা হোক, তদন্ত করা হোক। আমি ফিরে গিয়ে সেই জায়গায় যাব। পশ্চিমবঙ্গের সরকারের কাছে বিচার চাইব। কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দিয়ে কংগ্রেসকে খতম করা যাবে না।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক