October 5, 2025

‘সিপিএমের দালাল’, ‘ধান্দাবাজ বিধায়ক’ ইত্যাদি অভিযোগ তুলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দলীয় বিধায়কের বিরুদ্ধেই পোস্টার

সোমালিয়া সংবাদ, গোঘাট: দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে দেওয়ালে পোস্টার দেওয়ার অভিযোগ উঠল দলেরই নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলায় আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এলাকার মানুষ গোঘাটের কামারপুকুর কলেজ সংলগ্ন দেওয়ালে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে পোস্টার দেখা যায়। পোস্টারের নিচের নাম থেকে জানা গেছে বিজেপির আদি নেতাকর্মীবৃন্দ ওই পোস্টার দিয়েছে। পোস্টারে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে ‘সিপিএমের দালাল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ‘ধান্দাবাজ বিধায়ক’ বলা হয়েছে। তাই দলের আদি নেতাকর্মীরা ওই বিধায়ককে মানছেন না বলেও জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে যে তিনি নাকি সিপিএমকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে বিধায়কের টিকিট নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তাই বিশ্বনাথ কারকের বিরুদ্ধে বিজেপির দলীয় কর্মীদের একজোট হয়ে লড়াইয়ে নামার ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বনাথ কারক আগে বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক দলের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি ২০১১ সালে তিনি ফরওয়ার্ড ব্লকের টিকিটে গোঘাট থেকে বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু ২০১৬ সালে তিনি তৃণমূল প্রার্থী মানস মজুমদারের কাছে পরাজিত হন। এরপর ২০১৮ সালে তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ২০২১ সালের নির্বাচনে তিনি বিজেপির টিকিটে পুনরায় বিধায়ক নির্বাচিত হন। তাঁকে বিজেপির টিকিট দেওয়া নিয়েই দলের মধ্যে সেই সময় ক্ষোভ-বিক্ষোভ হয়েছিল। গোঘাটের বিভিন্ন এলাকায় তাঁকে প্রার্থীপদ দেওয়ার বিরুদ্ধে পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। বামফ্রন্ট থেকে আসা নেতাকে প্রার্থী না করে বিজেপির মধ্যে থেকেই কাউকে প্রার্থী করার দাবি তোলা হয়েছিল। কিন্তু দলীয় নেতাকর্মীদের সেই দাবি তখন মান্যতা পায়নি। বছর ঘুরতে না ঘুরতেই আদি বিজেপি নেতা-কর্মীদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এ বিষয়ে বিধায়ক বিশ্বনাথ কারক নিজে বলেন,  ওরা তো ভাল করে পোস্টারই লিখতে পারেনি। ওরা আমার ইতিহাসই জানে না। আমি সিপিএম থেকে আসিনি, ফরওয়ার্ড ব্লক থেকে এসেছি। ওদেরকে বলুন আরও ভাল করে লিখতে। তবে তিনি বলেন বিজেপির কেউ এই কাজ করেনি। এই কাজ করেছে তৃণমূলেরই একটা অংশ। বিজেপি যদি এই পোস্টার দিত তাহলে কি আমাকে ভোট দিয়ে জেতায়? অন‍্যদিকে তৃণমূলের গোঘাট দু’নম্বর ব্লক যুব সভাপতি সৈয়দ মকবুল হোসেন বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। বিজেপি প্রার্থী হিসেবে ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই ওদের দলের নেতাকর্মীরাই ওনাকে মেনে নিতে পারেননি। গোঘাটের সমস্ত মানুষ তা জানেন। এখন বিশ্বনাথ কারকের উচিত বিধায়কের পদ থেকে ইস্তফা দেওয়া।

Loading