সোমালিয়া সংবাদ, গোঘাট: হোটেলে মদ বিক্রির প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন দুই তৃণমূল কর্মী। এই ঘটনায় গোঘাট থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলা এলাকায়। জানা গেছে, ওই এলাকায় এদিন একটি দিবারাত্র ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন বেশকিছু তৃণমূল নেতা-কর্মী। তাঁদের মধ্যে দুই তৃণমূল কর্মী চন্দন ঘোষ ও বিকাশ রানা স্থানীয় একটি হোটেলে রুটি ও তরকা আনতে গিয়েছিলেন। তখনই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা বচসায় জড়িয়ে পড়েন। প্রথমে হাতাহাতি তারপর ধারালো অস্ত্র দিয়ে ওই তৃণমূল কর্মীদের আঘাত করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কর্মীর চন্দন ঘোষের মাথায় ধারালো বটির কোপ লাগে। তাঁকে বাঁচাতে গিয়ে বিকাশ রানার হাতের আঙ্গুল কেটে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোঘাট থানার পুলিশ পৌঁছে আহতদেরকে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আহত চন্দন ঘোষ বলেন, আমরা রুটি কিনতে গিয়েছিলাম। কিন্তু ওই সময় হোটেলে বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছিল। তাই তারা রুটি দিতে অস্বীকার করে। আমরা প্রতিবাদ জানাতেই আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে। যদিও অসিত দে-র পরিবারের লোকের দাবি, ওই তৃণমূল কর্মীরাই মদ চাইছিল। তা না দেওয়াতেই ওরা হোটেলে ভাঙচুর চালায়। জানা গেছে, এই ঘটনায় গোঘাট থানার পুলিশ হোটেলের মালিক অসিত দে ও পিরুমোহন দে-কে আটক করেছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি