October 6, 2025

ইউক্রেন থেকে উন্নতমানের রেলে চাকা আমদানি করতে চলেছে ভারত

সোমালিয়া ওয়েব নিউজ: ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।বহু দেশ ইউক্রেন ও রাশিয়ার কাছ থেকে দূরে সরে গিয়েছে। তবে বরাত বাতিল করেও শেষমেশ ইউক্রেন থেকে ভারতে রেলের চাকা আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
ভারতে নাকি আধুনিক প্রযুক্তির রেলের চাকা আসার কথা ছিল ইউক্রেন থেকে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জেরে সেখানে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত কারখানা। সূত্র থেকে জানা গিয়েছে , নির্মাণ পরবর্তী পরীক্ষার জন্য প্রথম দু’টি নমুনা রেকের চাকা তার আগেই তৈরি হয়ে গিয়েছিল। যুদ্ধের মধ্যে দ্রুত সেগুলি ইউক্রেন থেকে স্থলপথে রোমানিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ বার আকাশপথে সেই চাকাই আনা হচ্ছে মুম্বাইতে। ১২মে থেকে তিন দিন ধরে এনে তা চেন্নাইয়ের আইসিএফ-এর কারখানায় নিয়ে যাওয়া হবে। আকাশপথে রোমানিয়া থেকে ভারতে আসতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগে। এক এক বারে গড়ে ৪০টি করে চাকা আনা হবে। যাত্রী এবং পণ্যবাহী ট্রেনের চাকা তৈরির ক্ষেত্রে ইউরোপের বাজারে ইউক্রেনের খ্যাতি আছে। চাহিদার প্রায় ৭০ শতাংশ ওই দেশ একাই নাকি জোগান দিয়ে এসেছে এতদিন। ভারত যার বড় ক্রেতা। কিন্তু যুদ্ধের কারণে চাকার নির্মাণ বন্ধ হওয়ার ফলে ইউরোপের বাজারে ট্রেন তৈরির সঙ্গে যুক্ত অন্যান্য দেশের সঙ্গে সমস্যায় পড়ে ভারতও। সবমিলিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেই সমস্যাই মেটানোর চেষ্টা করছে ভারত।

Loading