সোমালিয়া সংবাদ, হুগলি: সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় হুগলি জেলা জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পত্তির লোভে মাত্র ২৫ হাজার টাকার চুক্তিতে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করানোর অভিযোগ ওঠে ভাইয়ের বিরুদ্ধে। এই গুণধর ভাইয়ের সাথে নাকি আরও দু’জন সাগরেদ জড়িত রয়েছে। এই ঘটনায় পুলিশ গুণধর ভাইসহ দু’জনকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুরের রাজ্যধরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ভাইয়ের নাম উজ্জ্বল দাস। মৃত বড় ভাইয়ের নাম গৌতম দাস। মৃতের ছোট ভাই উৎপল দাদাকে না পাওয়া যাওয়ায় অভিযোগ দায়ের করেন শ্রীরামপুর থানায়। তদন্তে নামে পুলিশ। প্রথমে কৃষ্ণ সরকার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মাঠপাড়ার বছর তিরিশের কৃষ্ণ পুলিশের নজরে ছিল তার অসামাজিক কাজের জন্য। কৃষ্ণকে জেরা করে উজ্জ্বলকে আটক করে। দু’জনকে জেরা করে খুন ও খুনের কারণ জানতে পারে পুলিশ। সম্পত্তির লোভে কৃষ্ণকে খুনের ভার দেয় ঊজ্জ্বল। জানা গিয়েছে, ২৫ হাজার টাকায় রফা হয়। অগ্রিম পাঁচ হাজার টাকা দেয় কৃষ্ণকে। এদিন ধৃতদের পুলিশ আদালতে তোলে।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য