October 5, 2025

নাটকীয়ভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিপ্লব দেবের, মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা

সোমালিয়া সংবাদ, ত্রিপুরা: ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই মুহূর্তে বিপ্লব দেবকে নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার শপথ নেবেন মানিক সাহা। কিন্তু আসন্ন বিধানসভা ভোটের আগে বিপ্লব দেব ইস্তফা দিলেন কেন? তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্রের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হল বিপ্লবকে। মুখ্যমন্ত্রী পদে বিপ্লবের মেয়াদ ফুরোতে বাকি ছিল আরও দশ মাস। কিন্তু তার আগেই তড়িঘড়ি ইস্তফা দিয়ে খেলা জমিয়ে দিলেন তিনি। এদিন তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব জানান, মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র দেওয়া হয়েছে। আগামীকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মানিক সাহা। সাংগঠনকে মজবুত করতে তিনি দলের হয়ে কাজ করবেন বলে জানান। তবে আচমকা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব দেবের ইস্তফা দেওয়ার ঘটনায় হতবাক রাজনৈতিক মহল। তাঁদের দাবি, ত্রিপুরায় বিপ্লব দেব একজন জনপ্রিয় বিজেপি নেতা। যুব সমাজের কাছে তাঁর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। মাত্র দশ মাস আগে তাঁর ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে তৃণমুল এই ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে ব্যাখা করেছে।

Loading