সোমালিয়া সংবাদ, নদীয়া: নদীয়ায় কয়েক লক্ষ টাকা ব্যয়ের তৈরি শিশু উদ্যান বর্তমানে বিষাক্ত সাপ এবং পার্থেনিয়ামের বনে পরিপূর্ণ। ব্যাপক ক্ষোভ এলাকাজুড়ে। দ্রুত সংস্কারের দাবি এবং শিশুদের খেলার যোগ্য করে তোলার আর্জি ওই এলাকার মানুষের। কিন্তু উদাসীন প্রশাসন বলে অভিযোগ। এলাকার মানুষের দাবি, প্রশাসন যদি শিশু উদ্যান সংস্কার করতে না পারে তাহলে শিশু উদ্যান চাই না, বিষাক্ত সাপ এবং পার্থেনিয়াম থেকে পার্কটিকে মুক্ত করুক পৌরসভা। জানা গিয়েছে, শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটে শিশু উদ্যানের বয়স পাঁচ বছর হলেও উদ্বোধন হয়নি এখনও। এলাকারবাসীর অনুমান, ভাগীরথী সংলগ্ন জল প্রকল্পের একাংশ ভাঙ্গনের অপেক্ষায় ঝুলছে। ঠিক তার সাথেই অসমাপ্ত শিশু উদ্যান। যে যখন চেয়ারে বসে তখন একবার করে এসে দেখে যায়, প্রতিশ্রুতি দেয় উদ্বোধনের। কিন্তু কাজের কাজ কিছু হয় না। এলাকায় কোনও শিশু উদ্যান না থাকায় আশায় বুক বেঁধে ছিলেন শিশুসহ অভিভাবকরা। কিন্তু পরিচর্যার অভাবে পার্থেনিয়ামের ঘন বন তৈরি হয়েছে। আর তার মধ্যেই হারিয়ে যাচ্ছে শিশুদের দোলনা , খেলার ঢেঁকির নানান সরঞ্জাম। এই বিষয়ে পৌর প্রধান সুব্রত ঘোষ জানান, নতুন বোর্ড গঠন হওয়ার পর বিভিন্ন কাজের চাপে সময় হয়নি। তবে অবিলম্বে রক্ষণাবেক্ষণ সহ উদ্বোধনের ব্যবস্থা করা হচ্ছে। তবে পার্থেনিয়াম নিধনের কাজ দু-একদিনের মধ্যেই শুরু হবে।
More Stories
উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়: দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, তৃণমূল আইটি সেলের হেল্পডেস্ক চালু
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১