সোমালিয়া সংবাদ, দিল্লী: অবশেষে দাবিপূরণ। দিল্লিতে ২ দফায় বৈঠকের পর, কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল কেন্দ্র। ‘লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক ও পাটশিল্পের জয়’, বলে টুইট করলেন সাংসদ অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপেই সিদ্ধান্ত প্রত্যাহার, পাল্টা দাবি তৃণমূলের। পাট শ্রমিকদের দুরবস্থা নিয়ে সবর হয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন। কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন তিনি। নিশানা করেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলকে। এমনকী আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি গেরুয়া শিবিরে মোহভঙ্গ হল অর্জুনের?
কেন এমন পরিস্থিতি তৈরি হল? অর্জুন সিংয়ের দাবি ছিল, কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় সংকটে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এরপর ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর দফতর থেকে জরুরি তলব পেয়ে দিল্লি যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেদিন রাতেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলের সঙ্গে বৈঠক হয়। এরপর ১২ এপ্রিল ফের দিল্লিতে অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী।
অবশেষে দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল কেন্দ্র।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে