October 6, 2025

বিহার পুলিসের পরিচয় দিয়ে তাণ্ডব চালালো একদল লোক, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

সোমালিয়া সংবাদ, মালদা: মালদহের হরিশ্চন্দ্রপুরের সাদলিচক পঞ্চায়েতের সহরাবহরা এলাকায় বিহার পুলিশের পরিচয় দিয়ে তান্ডব চালানোর অভিযোগ। ওই এলাকার রাস্তার ধারে বসবাসকারী কুড়িটি পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ । মারধরও করা হয় পরিবারের লোকজনকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সহরাবহরা মৌজার সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত রাজ্য সড়কের ধারে কুড়িটি পরিবার ৭০ বছর ধরে বসবাস করছে। এদের নিজস্ব কোন জমি-জমা নেই। তাই বাধ্য হয়ে সরকারি জমিতে রাস্তার ধারে কুঁড়ে ঘর বানিয়ে জীবন যাপন করছিল। অভিযোগ, ওইসব কুঁড়েঘরের পেছনেই ছিল এলাকার এক নেতার জমি। সেই নেতা মাঝমধ্যেই এদের উঠে যাওয়ার হুমকি দিতেন। এনিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা লেগেই ছিল। জেসিবি দিয়ে কয়েক মিনিটে ভেঙে ফেলা হয় কুঁড়েঘরগুলি। অভিযোগ, এই সময় ওই পরিবারগুলিকে ব্যাপক লাঠিপেটা করে বিহারের পুলিস। এমনকি বাচ্চা এবং মহিলাদেরও বাদ দেওয়া হয়নি। সবাই পুলিসের পোশাক পরে  এসেছিল। সবাই হিন্দিতে কথা বলছিল। এর মধ্যে অনেকেরই হাতে বন্দুক ছিল বলে অভিযোগ। তবে সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Loading