সোমালিয়া ওয়েব নিউজ: চপারে যান্ত্রিক ত্রুটির কারনে চপার বিভ্রাট।
বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আগরতলায় এই ঘটনায় শোরগোল পড়ে গেলো। সূত্র থেকে জানা গিয়েছে, ত্রিপুরারই চাঁদিপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল বিপ্লব দেবের। সেই মর্মে আজ সকালে অন্যান্য আধিকারিকদের নিয়ে সময়ে বিমানবন্দরে পৌঁছে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে উঠে বসেন। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে টেকঅফ করা যায়নি। পাইলট বিষয়টি বুঝতে পারেন। চপারে প্রেসার-সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলেও জানানো হয়। সেই কারণে টেকঅফ সম্ভব হচ্ছে না হেলিকপ্টারের। কিন্তু এই ঘটনা জানাজানি হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকে কেন চপার পরীক্ষা করা হয়নি। যদি বড়সড় দুর্ঘটনা ঘটতো তাহলে তার দায়ভার কে নেবে।কর্তৃপক্ষের এই বিষয়ে বহু আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যদিও এই বিষয়ে প্রশাসনিক ভাবে বা বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে