October 5, 2025

অসমের চা শ্রমিকদের পাশে বলিউড টেলি তারকারা

সোমালিয়া ওয়েব নিউজ: চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন হিন্দি টেলিভিশনের একাধিক জনপ্রিয় অভিনেতা। অসমের বন্যার কারণে সেখানের চা শ্রমিকদের দুর্ভোগ নিয়ে টিভি তারকারা উদ্বেগ প্রকাশ করলেন । একইসঙ্গে নিজেদের জীবনে চায়ের তাৎপর্যও ভাগ করে নেন। পাশে দাঁড়ালেন হিন্দি ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর জনপ্রিয় মুখ অভিনেত্রী শুভাঙ্গী আত্রে, একতা কাপুরের ‘যোধা আকবর’ খ্যাত অভিনেতা রবি ভাটিয়া ও অসম-কন্যা টেলিভিশন তারকা দেবলীনা ভট্টাচার্য। এই বিষয়ে এক জনপ্রিয় অভিনেত্রী নাকি জানান, চা খেতে সকল ভারতবাসীই কম বেশি ভালেবাসে। কিন্তু বর্তমানে চা শ্রমিকদের পাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না। অসম জুড়ে বন্যা। ভয়ংকর পরিস্থিতি। উদ্ধার কার্যে বায়ুসেনা নামাতে হয়েছে। চারিদিকে জল আর জল। এই রকম এক পরিস্থিতি চা দিবসে চা শ্রমিকদের পাশে থাকার বার্তা বলিউডের টেলিভিশন অভিনেত্রী অভিনেতাদের। অসমের বন্যা দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেন বলে জানা গিয়েছে।

Loading