সোমালিয়া সংবাদ, খানাকুল: দীর্ঘ কয়েক দশক ধরে খানাকুলবাসী তথা আরামবাগ মহকুমার মানুষের দাবি ছিল রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের রাধানগর ও তাঁর রঘুনাথপুরের বসতবাটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হোক। এ নিয়ে সাতের দশক থেকেই অনেক আন্দোলন হয়েছে। কিন্তু কংগ্রেস থেকে বাম রাজ্য ক্ষমতার পালাবদল হলেও খানাকুলের মানুষের সেই দাবি মান্যতা পায়নি। একের পর এক প্রতিশ্রুতিই সার হয়েছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজা রামমোহনের জন্মস্থানকে হেরিটেজ ঘোষণা করা হল। আর তারই পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায়ের জন্মের ২৫০ বছর পূর্তি উপলক্ষে রবিবার তাঁর জন্মদিনে বসানো হচ্ছে হেরিটেজ ফলক।

এই উপলক্ষে উপস্থিত থাকবেন ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের পদাধিকারীরা ছাড়াও রাজ্যের বহু বিশিষ্ট মানুষজন। স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট রামমোহন গবেষক দেবাশিস শেঠ জানান, খানাকুলের রাধানগরে রাজা রামমোহনের জন্মস্থান তথা রামমোহন মেমোরিয়াল হল এবং রামমোহনের বসতবাটি রঘুনাথপুরে মোট দুটি হেরিটেজ ফলক বসানো হচ্ছে। এছাড়াও হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে ও খানাকুল-১ নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত রাজা রামমোহনের জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, রাজা রামমোহন রায়ের জন্মস্থানকে ঘিরে আদর্শ পর্যটনকেন্দ্র গড়ে ওঠার সবরকম উপাদান রয়েছে। রামমোহনের জন্মভিটে তথা রামমোহন মেমোরিয়াল হলের আকর্ষণ তো আছেই। এই হল-এর নকশা তৈরি করেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ। এছাড়াও এখানে রয়েছে রামমোহনের জীবনীর উপর পোড়ামাটির বেশ কিছু নিদর্শন। রঘুনাথপুরে রয়েছে রামমোহনের নিজের হাতে তৈরি বাড়ি। বর্তমানে তা একেবারে ভগ্নাবশেষে পরিণত হয়েছে। ওই বাড়িতেই রামমোহন নিয়মিত উপাসনা করতেন। রয়েছে ত্রিশ বিঘা জমির উপর বিশাল বাগান যা এলাকাবাসীর কাছে রামমোহনের আমবাগান নামে পরিচিত। এছাড়াও কিছুটা দূরে রয়েছে টেরাকোটার অপূর্ব শিল্পনৈপুণ্য সহ দুটি মন্দির— গোপীনাথ এবং রাধাবল্লভ। এছাড়া রয়েছে পাশের কৃষ্ণনগর গ্রামে শ্রীচৈতন্যদেবের পার্ষদ দ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোস্বামীর সাধনাস্থল। এলাকাবাসীর আশা, হেরিটেজ ঘোষণার পর এবার এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আগামী দিনে এই এলাকায় একটি আদর্শ পর্যটনকেন্দ্র গড়ে উঠবে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত