December 1, 2025

এবার কালি কান্ডের শিকার কৃষক নেতা রাকেশ টিকায়েত

সোমালিয়া ওয়েব নিউজ: কৃষক নেতা রাকেশ টিকায়েত এবার কালি কান্ডে জড়িয়ে পড়লেন। তাঁকে লক্ষ্য করে কালি ছোঁড়া হল বলে অভিযোগ। কর্নাটকের বেঙ্গালুরুতে আয়োজিত কৃষক সম্মেলনে রাকেশের উপস্থিতিতেই প্রবল অশান্তি হয়। সে সময়ই রাকেশের মুখে ছেটানো হয় কালি। সম্মেলনে চেয়ার ভাঙা, হাতাহাতিও চলে। এর জেরে বেঙ্গালুরুর গাঁধী ভবনে আয়োজিত ওই কর্মসূচি কার্যত পণ্ড হয়ে যায়। হাঙ্গামার জন্য বিজেপি শাসিত কর্নাটকের পুলিশকে দায়ী করেছেন উত্তরপ্রদেশের কৃষক নেতা রাকেশ। কেন্দ্রীয় সরকারের তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের ১৮ মাসের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ কৃষকগোষ্ঠী ‘ভারতীয় কিসান ইউনিয়ন’ (বিকেইউ)-এর নেতা রাকেশ। উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন তিনি। সূত্র থেকে জানা যাচ্ছে, এর আগে নাকি বেশ কয়েক জন হেভিওয়েট কৃষক নেতা রাকেশের দল ছেড়ে অন্য একটি অরাজনৈতিক দল গড়েন। তাই পুলিশের প্রাথমিক অনুমান গোষ্ঠী দ্বন্দ্ব থেকেও এই ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে।

Loading