সোমালিয়া সংবাদ, হুগলি: দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেছে। ভোট এসেছে। আবার ভোট গেছে। কিন্তু এলাকার আদিবাসীদের চাহিদা পূরণ হয়নি। এলাকায় ছিল পানীয় জলের সংকট। অবশেষে হুগলি জেলার চুঁচুড়া বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্যোগে এবং প্রশাসনের প্রচেষ্টায় জল পৌঁছালো আদিবাসীপাড়ায়। ঘটনাটি চুঁচুড়া বিধানসভার পোলবা ব্লকের অন্তর্গত সুগন্ধ্যা জগন্নাথবাটীর আদিবাসীপাড়া এলাকার। এই পানীয় জল সংগ্রহ করতে এলাকার আদিবাসীদের পাশের গ্রামে যেতে হতো। বহু বার স্থানীয় বিধায়ককে থেকে শুরু করে সুগন্ধ্যার পঞ্চায়েতে চিঠি দেওয়া সত্বেও মেলেনি পানীয় জল। অবশেষে এলাকার আদিবাসী পরিবারের সদস্যেররা বিজেপির নেতৃত্বের দ্বারস্থ হন। স্থানীয় সাদা সিধে সরল আদিবাসি মানুষ, তাঁদের এই সমস্যার কথা শোনেন বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, গত কয়েক মাস আগে পোলবা বিডিও অফিসে মিছিল করে ডেপুটেশান দিয়েছিল বিজেপি। জগন্নাথবাটীর আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর প্রকল্পের পিএইচইর জল আদায় করেছিলেন তাঁরা। হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার ও বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে ও প্রশাসনের প্রচেষ্টায় অবশেষে পানীয় জলের ব্যবস্থা হয়। যেহেতু বিজেপির সহযোগিতায় এলাকায় পানীয় জলের ব্যবস্থা সেহেতু বিজেপি নেতারাই পানীয় জলের সরবরাহ সুচনা করবে । সেই মতো এদিন জলের কল প্রথম খুললেন বিজেপি নেতৃত্ব। এদিন শুভ উদ্বোধন হয় দুপুর ১২টা নাগাদ। জগন্নাথবাটী আদিবাসী এলাকায় পৌছান বিজেপির হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার, জেলা বিজেপির সাধারন সম্পাদক সুরেশ সাউ ও স্থানীয় মন্ডল সভাপতি মনতোষ ঘোষ ও বুদ্ধদেব ঘোষ। এদিন বিজেপির জেলা সভাপতি এলাকার কচিকাঁচাদের সঙ্গে নিয়ে কল খুলে জল ছাড়েন এবং সেই আনন্দে এলাকার মানুষ একে অপরকে লাড্ডু বিতরণ করেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি