সোমালিয়া ওয়েব নিউজ: বাঙালি মানেই খাদ্য রসিক। আসছে জামাইষষ্ঠী। তাই বাঙালি জামাইয়ের পাতে ইলিশ মাছ প্রয়োজন। জামাইষষ্ঠীতে ইলিশ না হলে চলে? তবে শাশুড়িদের মন ভোলাতে এখন ব্যবসায়ীরা ভরসা করে রয়েছেন রূপনারায়ণের ইলিশের উপর। জামাইষষ্ঠীতে জামাইদের পাতে যাতে ব্যবসায়ীরা ইলিশ দিতে পারে সেই জন্য আগে থেকে সংরক্ষণ করে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এখন ক্রেতাদের সামনে বাজারে আনা হচ্ছে না ইলিশ মাছ, তবে গোডাউনে রয়েছে রুপোলি শস্য। ইলিশের যোগান কম সেইজন্যই দামও চড়া। জামাইষষ্ঠীর সময় দিঘার মোহনা থেকেই ইলিশ আনা হয়। কিন্তু এখন সমুদ্রে মাছ ধরা নিষেধ। নতুন করে আর সমুদ্র থেকে মাছ ধরতে পারেনি মৎস্যজীবীরা। আগামী ১৫ জুন পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। কিন্তু, রূপনারায়ন নদ থেকে মৎস্যজীবীরা মাছ ধরেছে যেগুলি বিভিন্ন বাজারে যাচ্ছে। রূপনারায়ন সহ অন্যান্য কয়েকটি নদী থেকে ইলিশ পাওয়া যাচ্ছে হাতে গোনা কয়েকটা। যদিও তার দাম আকাশছোঁয়া। বর্তমানে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ। অন্যদিকে ১ কেজি ওজনের ইলিশের দাম এখন ২০০০ টাকার ওপরে। সবমিলিয়ে জামাইষষ্ঠীতে ইলিশ মাছের যোগান কি রকম থাকে এবং দামই কেমন থাকে তারই অপেক্ষায় রয়েছেন সকলে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক