October 5, 2025

অবশেষে নেপালে ভেঙে পড়া বিমানের খোঁজ পেল সেনাবাহিনী

সোমালিয়া ওয়েব নিউজ: নেপালের মুস্তাং জেলার থসাং ২ এলাকায় ভেঙে পড়া বিমানটির হদিশ মিললো। রবিবার আবহাওয়া খারাপ থাকায় বিমানের খোঁজে অভিযান চালানো সম্ভব হয়নি। সোমবার সকালে ভেঙে পড়া বিমানের হদিশ মিলতেই তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে, রবিবার ১৯ যাত্রী ও ৩ ক্রু মেম্বার নিয়ে ভেঙে পড়ে নেপালের তারা এয়ারলাইন্সের বিমানটি। যাত্রীদের মধ্যে চারজন ভারতীয় ছিলেন। নেপাল সেনাবাহিনীর কপ্টার ভেঙে পড়া ওই বিমানটির খোঁজ পেয়েছে বলে জানা গিয়েছে।রবিবার দুর্ঘটনাটি ঘটলেও আবহাওয়া খারাপ থাকার কারণে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। জানা গিয়েছে, নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছে। রবিবার আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজ শুরু করা যায়নি। সোমবার সকাল পর্যন্ত বিমানটির খোঁজে অভিযান বন্ধ রাখা হয়েছিল। নেপালের তারা এয়ারলাইন্সের বিমানটি পোখরা থেকে সকাল ৯.৫৫ মিনিটে উড়েছিল। সকাল ১০.০৭ মিনিটে বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা গিয়েছিল। সেই সময় বিমানটি ১২ হাজার ৮২৫ ফুটের উপর দিয়ে উড়ছিল। বিমানটিতে চারজন ভারতীয় ও দুই জার্মানির নাগরিক-সহ ৬ বিদেশি ছিলেন। বিমানে থাকা ভারতীয়দের নাম বৈভবী বন্দেকর, অশোক কুমার ত্রিপাঠি, ধানুশ ত্রিপাঠী এবং ঋত্বিকা ত্রিপাঠী।সবমিলিয়ে এদিন তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য শুরু হয়।

Loading