সোমালিয়া সংবাদ, বসিরহাট: বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর-গোবিন্দপুর ভদ্রাকালী শ্মশানের কালীপূজায় কোমর বেঁধে খিচুড়ি ভোগ রান্না করতে দেখা গেল বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে। একেবারে পেশাদার রান্নার ঠাকুরের মতো খুন্তি নেড়ে, মশলা ঢেলে খিচুড়ি ভোগ রান্না করলেন তিনি। তাঁকে রান্না করতে দেখে যে যার মতো সেলফি তোলা চালু করে দেন। পাশাপাশি শ্মশানটির আধুনিকীকরণ করে ইলেকট্রিক চুল্লি করারও আশ্বাস দেন সাংসদ।প্রশাসনিক কাজ সামলানোর পাশাপাশি জনসংযোগ বাড়ানোর জন্য নিজেই উদ্যোগী হয়েছেন বলে জানা যায়। এদিনের এই শ্মশান কালীপুজোয় উপস্থিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য বার্তা দেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায়সহ অন্যান্যরা। এদিন সাংসদকে কাছে পেয়ে খুশি এলাকার মানুষ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক