October 5, 2025

শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দিতে চলেছে বিশ্ব ব্যাংক

সোমালিয়া ওয়েব নিউজ: ভয়ংকর পরিস্থিতি শ্রীলঙ্কায়। খাদ্যাভাব থেকে শুরু করে অর্থনৈতিক সংকট চলছে। এই পরিস্থিতি কাটাতে এবং স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিতে শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার অর্থসাহায্য দিতে চলেছে বিশ্ব ব্যাংক। স্বাধীনতার পর সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখোমুখি হয়ে কার্যত দেউলিয়া শ্রীলঙ্কা।  পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে জ্বালানি থেকে শুরু করে ওষুধ পর্যন্ত কিছুরই জোগান প্রায় নেই বললেই চলে। বিদেশি মুদ্রাভাণ্ডার শূন্য হয়ে যাওয়ায় আমদানি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার উপর রয়েছে ঋণের বোঝা। এহেন পরিস্থিতিতে মানবিকতার খাতিরে দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে ভারত। দীর্ঘ আলোচনার পর এবার কলম্বোকে খানিকটা স্বস্তি দিয়ে অর্থসাহায্যে রাজি হয়েছে বিশ্বব্যাংক বলে সূত্রের খবর। এই অর্থ শ্রীলঙ্কার আর্থ সামাজিক উন্নয়ন ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তাঁদের দাবি, শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়াতে হলে নিদিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রশাসন চালাতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

Loading