সোমালিয়া ওয়েব নিউজ: সুন্দরবনের জঙ্গলের ভেতর দিয়ে আসার পর উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে তরুনীকে নিয়ে আসে প্রেমিক। কালীঘাটে গিয়ে বিয়েও করে নেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় কলকাতায়। শেষমেশ প্রেমের টান এমন পর্যায়ে পৌঁছলো, মনের মানুষকে বিয়ে করতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে পৌঁছলেন যুবতী। তাও নাকি আবার বাঘের আতঙ্ক উপেক্ষা করে সুন্দরবনের জঙ্গল, নদী পেরিয়ে, পায়ে হেঁটে কালীঘাটে এক হল চারহাত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির নাম কৃষ্ণা মণ্ডল। বাড়ি বাংলাদেশের শ্যামনগরে। মাস ছয়েক আগে বাংলাদেশের ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় নরেন্দ্রপুর থানার রেনিয়া এলাকার এক যুবকের। তারপর অভীক মণ্ডল নামে ওই যুবক মেয়েটিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেন। ক্রমশ দৃঢ় হয় তাঁদের সম্পর্কের বাঁধন। এরপরই প্রেমিকের ডাকে সাড়া দিয়ে ঘর ছাড়েন মেয়েটি। রাতের অন্ধকারে নদী-জঙ্গল পেরিয়ে চলে আসেন ভারতে। তবে মেয়েটির কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। তবে
বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন