সোমালিয়া সংবাদ, হুগলি: হুগলি জেলা সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলির সিঙ্গুরে প্রশাসনিক বৈঠক করেন। সিঙ্গুর থেকে ভার্চুয়ালি কামারকুণ্ডুর রেল ওভারব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন সিঙ্গুরে গিয়ে তার আগে বাজেমেলিয়ায় সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর স্থানীয় স্কুল পড়ুয়াদের খাবার পরিবেশন করেন। তুলে দেন উপহারও। বৃহস্পতিবার ভবানীপুরে কাঁসারি পাড়ায় একটি শীতলা পুজোর অনুষ্ঠানে সিঙ্গুরে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এদিন পৌঁছে যান সিঙ্গুরে। শুক্রবার হুগলির সিঙ্গুর বিধানসভা এলাকায় এসে কামারকুন্ডু রেল ব্রিজের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন জমি আন্দোলনের জন্মভূমিতে দাঁড়িয়ে আরও একবার পুরনো ইতিহাস তুলে ধরেন মুখ্যমন্ত্রী। “সিঙ্গুরের মাতঙ্গিনী” সরস্বতীদেবীকে মঞ্চে তুলে নিয়ে পুরনো দিনের কথা স্মরণ করেন। এদিন তিনি বলেন, সিঙ্গুরের চাষিরা জমি ফেরত পেয়েছে। বেচাকে দিয়ে এখানে একটি সন্তোষী মাতার মন্দির করিয়েছে। ১৬সপ্তাহ ব্রত রেখে আজ আমি সেই সন্তোষী মাতার মন্দিরে এসে পুজো দিলাম। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হচ্ছে। উত্তরপাড়ায় বড় কোচ ফ্যাক্টরী হবে, ডানকুনিতে ফ্রেট করিডর হবে। খুলবে হিন্দমোটর কারখানা। একদিকে সবুজ শস্য হবে অন্যদিকে শিল্প হবে। প্রসঙ্গত উল্লেখ্য কামারকুন্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কেননা রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ওই ওভারব্রিজের উদ্বোধনে নাকি রেলকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি রেল কর্তৃপক্ষের। এমনকী এই নিয়ে হুগলির ডিএমকে চিঠি দিয়েছিল রেল।
যদিও এদিন পূর্ব নির্ধারিত সূচি মেনেই ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে এদিন আবারও সিঙ্গুরে শিল্প হওয়ার প্রতিশ্রুতি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এখন দেখার কৃষির সাথে সাথে কত তাড়াতাড়ি শিল্প হয়।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন