সোমালিয়া সংবাদ, আরামবাগ: বাল্যবিবাহ প্রতিরোধ করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। আরামবাগ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার আরামবাগের দক্ষিণ রসুলপুর উচ্চ বিদ্যালয়ে এ বিষয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ বিডিও কৌশিক ব্যানার্জি, আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ ছাড়াও কন্যাশ্রী ক্লাবের অন্তর্ভুক্ত ছাত্রীরা। বাল্যবিবাহের ক্ষতিকর দিকের ওপর প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি ছাত্রীরাও বক্তব্য রাখেন। এই উপলক্ষে স্কুলচত্বর থেকে স্থানীয় কাবলে মোড় পর্যন্ত এক সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সেখানে এক পথসভায় বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে তুলে ধরা হয়। এ বিষয়ে আরামবাগ বিডিও কৌশিক ব্যানার্জি বলেন, রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প চালু করার পর বাল্যবিবাহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবুও আমরা চাই এই প্রবণতা একেবারেই বন্ধ হোক। পাশাপাশি যাদের আঠারো বছরের পরে বিয়ে হয়ে যাচ্ছে তারা যাতে ২১ বছরের আগে সন্তান না হয় গ্রহণ না করে সে ব্যাপারেও সকলকে সচেতন করা হচ্ছে। অন্যদিকে আরামবাগ শহরেও এই উপলক্ষ্য এক সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, উপপুরপ্রধান মমতা মুখার্জি, আরামবাগ মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং আরামবাগ গার্লস হাইস্কুলের ছাত্রীরা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি