October 5, 2025

এবার রাশিয়ার বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ করলো ইউক্রেন

সোমালিয়া ওয়েব নিউজ: যুদ্ধের ১০০তম দিনে রুশ ফৌজের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ‘‘ফেব্রুয়ারিতে হানাদারি শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ২ লক্ষ শিশুকে জোর করে রাশিয়ায় তুলে নিয়ে যাওয়া হয়েছে।’’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেন তিনি। ঘটনাচক্রে, যুদ্ধের পঞ্চম মাসে রুশ হামলার অভিমুখ হয়েছে ডনবাস। সেখানকার মস্কো-পন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সহায়তায় নতুন করে অভিযান শুরু করেছে পুতিনের বাহিনী। এই পুতিন বাহিনীর বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ আসায় চাঞ্চল্য ছড়ায় আন্তর্জাতিক মহলে। যদিও রাশিয়ার বিরুদ্ধে ওঠা কতটা সত্যি তা তদন্ত সাপেক্ষ বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। তবে যুদ্ধের গতি প্রকৃতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।

Loading