October 5, 2025

বিরল ঘটনা: বৃদ্ধের মূত্রথলি থেকে বের হল তিনশো গ্রামের পাথর

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: পাঁচ দশ গ্রাম নয়, বৃদ্ধের মূত্রথলি থেকে বের হল তিনশো গ্রামের পাথর। অস্ত্রপচার করে মূত্রথলি থেকে তিনশো গ্রাম ওজনের পাথর বের করার পর হতবাক চিকিৎসকও। সাধরণত কিডনিতে স্টোনের রুগীর সংখ্যা অনেক বেশি। বেশ কিছু বিরল ঘটনাও আছে। তবে মূত্রথলিতে এত বড় পাথর রাজ্যে বিরল ঘটনা বলেই দাবি চিকিৎসকের।
পুরশুড়ার ৭৮ বছরের শেখ মেহের আলি বেশ কয়েক মাস ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন।
বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক এ কে খানের পরামর্শে তিনি ইউ এস জি রিপোর্ট করান। এরপরই মূত্রথলিতে পাথর আছে বলে জানা যায়। অপারেশনের ব্যবস্থা করা হয় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার একটি নার্সিং হোমে। রবিবার সন্ধ্যায় প্রায় দু’ঘন্টা ধরে অপারেশনের পর তিনশো গ্রাম ওজনের পাথরটি বের করেন চিকিৎসক এ কে খান ও তাঁর সহযোগীরা। আর তা দেখেই
হতবাক হয়ে যান চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।
চিকিৎসক এ কে খান জানান, কিডনিতে পাথর একটা সাধরণ ব্যাপার। কিন্তু মূত্রথলিতে এত বড় পাথর এটা একেবারেই বিরল। অপারেশনের পর রোগী একেবারেই সুস্থ আছেন বলে জানান চিকিৎসক। তবে খারাপ খাদ্যাভ্যাস ও স্মোকিংয়ের কারণেই এই ধরণের রোগের সৃষ্টি হয়। ভাল খাবার ও পরিমান মত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক এ কে খান। পাশাপাশি স্মোকিং একেবারেই বন্ধ করা উচিত বলেও তিনি জানান।

Loading