October 5, 2025

পোষ্য কুকুরের মৃত্যু বার্ষিকী পালন

সোমালিয়া সংবাদ, হুগলি: চন্দননগরে পোষ্যের চিকুর মৃত্যুতে পালন করা হল তার প্রথম মৃত্যুবার্ষিকী৷ আমন্ত্রিত ছিল শতাধিক পথ কুকুর৷ তাদের জন্য মাংস-ভাতের আয়োজন করা হয়েছিল৷ এমনই এক পশুপ্রেমের নিদর্শন পাওয়া গেল হুগলির চন্দননগরের ২২নং ওয়ার্ডের দিনেমার ডাঙায়। নিজেদের বাড়ির ছেলের মতন করে লালন পালন করেছিলেন তাঁদের সারমেয়দের। মারা যাবার পরও পরিবারের সদস্যের অন্তিম ক্রিয়া-কলাপ এবং বাৎসরিক ক্রিয়ার মতন করেই পালন করলেন তাঁদের বাড়ির পোষা কুকুরদের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে এদিন আমন্ত্রণ করা হয়েছিল ১০০ টির বেশি পথ কুকুরকে। গৃহপালিত পশুর মৃত্যুবার্ষিকী পালনের জন্য বিশেষ আয়োজন করা হয় চন্দননগরের দিনেমারডাঙার ঘোষ দস্তিদার পরিবারে। আনুষ্ঠানিকভাবে এলাকার কুকুরদের আহারের আয়োজন করা হয়। এমন অভিনব উদ্যোগের জন্য এলাকার বুদ্ধিজীবী থেকে পশুপ্রেমী মানুষ সকলেই ঘোষ দস্তিদার পরিবারে প্রশংসায় পঞ্চমুখ। এর আগেও আরও এক পোষ‍্যের মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন এই পরিবারের সদস্যরা।

Loading