সোমালিয়া ওয়েব নিউজ: সোহম মানেই ছবিতে চমক থাকবে। এবারও তার ব্যতিক্রম হল না। তাঁর নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। তাদের উৎসাহ এবার আছড়ে পড়ছে নেট দুনিয়ায়। তার আগামী ছবি ‘অংশুমান এমবিএ’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তী-কৌশানী মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে, পারিবারিক ব্যবসা নিয়ে বন্ধুরা প্রায়ই ব্যঙ্গ করে ‘অংশুমান’ ওরফে সোহমকে। তাই সে ঠিক করে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নতুন কিছু করবে। সেই অনুযায়ী একটি ‘ব্রেক-আপ সংস্থা’ও খোলে সে। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘকালের দ্বন্দ্বের অবসান ঘটাতে এই সংস্থা সহযোগিতা করে। অর্থাৎ বিচ্ছেদ ঘটিয়ে দেয়। এভাবেই একের পর এক বিচ্ছেদ ঘটাতে ঘটাতে হঠাৎ অংশুমানের জীবনে প্রেম হাজির। রবীন্দ্র-ভাবনা এবং শিক্ষায় অনুপ্রাণিত কৌশানীর সঙ্গে প্রেম জমেও যায়। এভাবেই ছবি নাকি বেশ নাটকীয়ভাবে এগোতে থাকে।এখন দেখার এই ছবি কতটা দর্শকদের মন জয় করতে পারে।
![]()

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল