October 5, 2025

বাঘকে হত্যা করার অভিযোগে গ্রেফতার তিন, তদন্ত শুরু বন বিভাগের

সোমালিয়া ওয়েব নিউজ: আবারও বাঘ হত্যা। বিষ খাইয়ে বাঘের হত্যার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এবার বিষ খাইয়ে একটি বাঘকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল বাঘটি। সেই অপরাধের খেসারত দিতে হল বাঘটিকে। বিষ মিশিয়ে বাঘটিকে হত্যা করা হয় বলে অভিযোগ।
বাঘের মৃতদেহ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বনদপ্তর। পার্শ্ববর্তী গ্রামের একটি গৃহপালিত মোষকে শিকার করেছিল বাঘটি। তখন থেকেই সন্দেহের তালিকায় ধরা হয় গ্রামবাসীদের। জেরা করা হয় দু’জন সন্দেহভাজনকে। তবে সেই সময়ে বাঘের মৃত্যুর কারণ অজানা ছিল বনকর্মীদের। অনুমান করেছিলেন বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে বাঘটির। পরে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যে বিষ মেশানো খাবার থেকেই মৃত্যু হয়েছে বাঘটির। এরপরই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Loading