October 6, 2025

ইডির হেপাজতে দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

সোমালিয়া ওয়েব নিউজ: দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ইডির হেফাজতে বলে জানা যাচ্ছে। ৯ জুন পর্যন্ত তাঁকে ইডির হেপাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যেই তাঁর অস্বস্তি আরও বাড়িয়ে তাঁর ও তাঁর সঙ্গীদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ কোটির উপরে টাকা ও ১.৮ কেজি সোনা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে জানা যায়। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপি দিল্লি-পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছেন। টুইটারে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন, ‘মিথ্যে, মিথ্যে আর আরও বেশি করে মিথ্যে। আপনাদের কাছে সমস্ত এজেন্সির ক্ষমতা আছে। কিন্তু ভগবান আমাদের সঙ্গেই রয়েছেন । ‘উল্লেখ্য, আপ নেতৃত্বাধীন দিল্লি সরকারের স্বাস্থ্য ছাড়াও স্বরাষ্ট্র, বিদ্যুৎ এবং পিডব্লুউডি মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁকে গ্রেপ্তার করার পরে এক বিবৃতিতে ইডি জানিয়েছিল, মন্ত্রীর সম্পত্তি তালিকাভুক্ত করা হয়েছে অর্থপাচার আইন বা মানি লন্ডারিং অ্যাক্টে।সত্যেন্দ্র জৈন, তাঁর স্ত্রী ও অন্য আত্মীয়দের নামে মোট ৪ কোটি ৮১ লক্ষ টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সবমিলিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইডি বলে জানা গিয়েছে।

Loading