সোমালিয়া ওয়েব নিউজ: বিহারের ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে ধরা পড়েছে দু’জন চিনা নাগরিক। সশস্ত্র সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়েছে দুই চিনা নাগরিক। ভারতে প্রবেশ করার জন্য আইনি কাগজপত্র ছিল না ওই দু’জনের কাছে, এমনটাই জানিয়েছেন এসএসবি কমান্ডার রাজন কুমার শ্রীবাস্তব বলে জানা যায়।
ধৃতদের নাম ইয়ুং হাই লাং এবং লো লাং। তাদের বয়স যথাক্রমে চৌত্রিশ বছর ও আঠাশ বছর। জেরা করে জানা গিয়েছে, ২৪ মে নয়ডায় পৌঁছয় দুই ধৃত। সেখানে ১০ জুন পর্যন্ত এক চিনা নাগরিকের বাড়িতেই ছিল তারা। তারপর সেখান থেকে বিহারের সীতামাড়ি এলাকায় এসেছিল। সেই সময়েই ধরা পড়ে দু’ জন। ইতিমধ্যেই ওই দু’ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বেআইনি ভাবে ভারতে ঢোকা ও আর্থিক প্রতারণার অভিযোগ করা হয়েছে । স্বরাষ্ট্র দপ্তরকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে এসএসবি। জানা গিয়েছে, দু’টি পাসপোর্ট পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে। সেই সঙ্গে বেশ কয়েকটি মোবাইল, পাওয়ার ব্যাংক, এটিএম কার্ড পাওয়া গিয়েছে। বিমানের বোর্ডিং পাসও ছিল ধৃতদের কাছে। এছাড়াও টাকা পয়সা ও ওষুধ পাওয়া গিয়েছে। টানা জেরা করা হয় ওই দু’জনকে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর