সোমালিয়া সংবাদ, হুগলি: সিঙ্গুর বিধানসভার বেড়াবেড়ি পঞ্চায়েতের অন্তর্গত সিংহলপাটন সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বামফ্রন্টের প্রার্থীদের মধ্যে সংঘর্ষ। দুপক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে সিঙ্গুর বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রধানকে বেধড়ক মারধর করেন বামফ্রন্টের সমর্থকেরা বলে অভিযোগ। অন্যদিকে বামফ্রন্টের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিন সমবায় নির্বাচনের পর বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর ঘোষ বলেন, সমবায় নির্বাচনে বাম ও রামের(বামফ্রন্টের ও বিজেপির)নেতা কর্মীরা আমাকে মারধর করে। আমার গলার সোনার হার ছিনতাই করে নিয়েছে। তার সাথে আমাকে মারধর করে। অন্যদিকে বামফ্রন্টের সমবায়ের নির্বাচনের প্রার্থী ঘন্টেশর বাবু বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাপা ভোট দিতে এলে আমরা বাধা দিই। তাই আমাকে এবং আমার সঙ্গে থাকা বেশ কয়েকজনকে বাঁশ, সাবল, ইট দিয়ে মারধর করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই ঘটনার পর উভয়ের পক্ষ থেকে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি