সোমালিয়া ওয়েব নিউজ: ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবি আজও আধুনিক প্রজন্মের ছেলে-মেয়েদের মনে সাড়া জাগায়। কিন্তু এই ছবি প্রেম নামক চরিত্রে অভিনয় করতে না পেরে আজও হতাশ বিখ্যাত অভিনেতা দীপক। প্রেমে বিশ্বাস রেখে শত বাধা টপকে যাওয়ার সাহস জুগিয়েছিল সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে প্যার কিয়া’। অর্থনৈতিকভাবে অসম দু’টি পরিবারের ছেলে-মেয়ের প্রেম ও পারিবারিক বিরোধের এই গল্পে অনেকেই খুঁজে পেয়েছিলেন নিজের জীবনের গল্প, সমাধানের রাস্তা। নায়ক-নায়িকা সলমন খান ও ভাগ্যশ্রী হয়ে গিয়েছিলেন প্রেমের প্রতীক! কিন্তু জানেন কি, ‘প্রেম’ চরিত্রটি করতে চেয়েছিলেন আর এক জন বলিউড তারকা? মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা দীপক তিজোরি দাবি করেছেন, ‘ম্যায়নে প্যার কিয়া’-য় নায়ক চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি কাজের কথাও হয়েছিল। দীপকের কথায়, ‘‘ওই ছবির জন্য আমি, সলমন দু’জনেই অডিশন দিয়েছিলাম। আমার কাজ ভালও হয়েছিল। কিছু দিন পর বরজাতিয়া ফিল্মস আমাকে জানায়, ওরা সলমনকে প্রেম চরিত্রের জন্য পছন্দ করেছে।বরজাতিয়াদের এই সিদ্ধান্ত হতবাক করে দিয়েছিল দীপককে। যা আজও ওই অভিনেতার মুখে হতাশা শোনা যায়।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল