October 6, 2025

সোনু সুদ কেবল অভিনেতা নন, জনদরদী একজন সমাজসেবী

সোমালিয়া ওয়েব নিউজ: করোনা পরিস্থিতির সময় থেকেই বলিউড অভিনেতা সোনু সুদের মানবিক দিকের পরিচয় পেয়েছিলেন দেশবাসী। আবারও তাঁর মানবিক কাজের পরিচয় পাওয়া গেল। তাইল্যান্ডে আটকে পড়া এক ব্যক্তিকে দেশে ফেরালেন সোনু। বিমানের টিকিট না পেয়ে সোনুকেই বার্তা দিয়েছিলেন সাহিল খান নামের সেই ব্যক্তি। লিখেছিলেন, ‘তাইল্যান্ড থেকে কোনওভাবে বেরোতে পারছি না স্যার, প্লিজ সাহায্য করুন।’
সেই ডাকে সাড়া দিয়েছেন ত্রাতা সোনু। দেশ থেকে বিমানের টিকিট কেটে সাহিলকে পাঠিয়ে দেন এই বলিউড অভিনেতা। সঙ্গে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘পরিবারের সঙ্গে দেখা হওয়ার পালা।’ টিকিটের ছবিও প্রকাশ্যে আসে। অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দেন অভিনেতাকে। প্রসঙ্গত উল্লেখ্য,করোনা আবহেও মানুষের পাশে ছিলেন সোনু। বিভিন্ন রাজ্যে আটকে পড়া বহু পরিযায়ী শ্রমিককে নিজ দায়িত্বে ঘরে ফিরিয়েছেন তিনি। কিছুদিন আগেই এক বিহারী শিশুকন্যাকে নতুন জীবন দিয়েছেন সোনু। চার হাত চার পা নিয়ে জন্ম নেওয়া সেই মেয়ের অস্ত্রোপচারের বন্দোবস্ত করে দিয়েছিলেন অভিনেতা।সবমিলিয়ে তাঁর এই মানবিক কাজকে সাধুবাদ জানায়িছেন এলাকার মানুষ।

Loading