সোমালিয়া সংবাদ, কলকাতা: হাইকোর্ট শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি দিল এসএসসি চাকরি প্রার্থীদের। তবে একই সঙ্গে হাইকোর্ট স্পষ্ট করেছে অবস্থান আন্দোলন করা যাবে শুধুই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শহরের অন্যত্র বিক্ষোভে বসার অনুমতি চাইলে বিচারপতি আন্দোলনকারীদের ভর্ৎসনা করেন। বলেন, ‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না।’ চাকরিতে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কলকাতায় আন্দোলন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল শম্পা বিশ্বাস-সহ উচ্চ প্রাথমিকের ১১২ জন চাকরিপ্রার্থী। কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেখানেই ভর্ৎসিত হলেও মিলল আন্দোলনের অনুমতি। কোর্ট সূত্রে জানা গিয়েছে, শহরের নতুন কোনও জায়গায় নয়, আন্দোলন করতে চাইলে তা করতে হবে মাতঙ্গিনী মূর্তির পাদদেশেই। কারণ সেখানেই এই সংক্রান্ত আন্দোলন চলছে। তবে তা হতে হবে শান্তিপূর্ণ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক