October 6, 2025

পোলিও ভাইরাসের দেখা মিলল কলকাতায়

সোমালিয়া সংবাদ, কলকাতা: কলকাতায় দেখা মিলল পোলিওর জীবাণু। মেটিয়াবুরুজের একটি নর্দমা থেকে পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে স্বাস্থ্যদপ্তর। শিশুদের উপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। দিনকয়েক আগে মেটিয়াবুরুজের নর্দমার নমুনা পরীক্ষা করা হয়। তাতেই মেলে পোলিও ভাইরাস। তিন-চার দিন আগে তা নিয়ে স্বাস্থ্যদপ্তরে একটি জরুরি বৈঠকও ডাকা হয়। ওই বৈঠকে পোলিও ভাইরাস নিয়ে আলোচনা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যদপ্তরের অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। পেটখারাপের সমস্যা নিয়ে কোনও শিশু চিকিৎসকের কাছে পৌঁছলে, বিশেষ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করাতে হবে বলে বার্তা দেওয়া হয় স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে। পোলিওর প্রাথমিক উপসর্গ পেটখারাপ। এছাড়া পোলিও টিকাকরণ কর্মসূচিও জোরদার করার কথা বলা হয়েছে। মেটিয়াবুরুজ এলাকায় প্রকাশ্যে শৌচকর্মের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া পুরসভার কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকাকরণের গুরুত্ব বোঝানোর কথাও বলা হয়েছে। সবমিলিয়ে পোলিও ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Loading