সোমালিয়া ওয়েব নিউজ: ২৪ শে জুন মুক্তি পেয়েছে ‘যুগ যুগ জিও’। বরুণ ধবন, কিয়ারা আডবাণী, নীতু কাপুর, অনিল কাপুর অভিনীত ছবিটি প্রথম দিনেই ৯.২৮ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা যায়। কুকু ও নয়নার চরিত্রে বরুণ ও কিয়ারা বেশ মন কেড়েছে সকলের। বর্তমান সমাজে বিবাহিত জীবনের পরিস্থিতি বেশ ভালই তুলে ধরা হয়েছে গল্পে, মত দর্শকদের।
প্রসঙ্গত উল্লখ্য, ২১ জুন ছবির প্রচারে কলকাতায় হাজির হয়েছিলেন মায়ানগরীর এই তারকা জুটি, কিয়ারা-বরুণ। কলকাতার পাঁচতারা হোটেলে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। বরুণ ধবন আর কিয়ারা আডবাণীর কলকাতা সফরকে ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। নেট দুনিয়া ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। সুপারস্টার অনিল কাপুরের অভিনয় দর্শকদের মন কেড়েছে। নেটিজনেরা মনে করছেন, এই সিনেমাটি একটা পারিবারিক গল্পের আলোকে তৈরি হওয়ায় সকলে মিলে দেখার ছবি। তাই এই সিনেমাটি আরও ব্যবসা করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল