সোমালিয়া ওয়েব নিউজ: জন্মগত ত্রুটি নিয়ে অনেকেই জন্মগ্রহণ করেন। চোখ না থাকার জন্য পৃথিবীর রূপ দেখার আগেই অনেকেই পৃথিবী থেকে বিদায় নেন। অনেকের আবার পরবর্তীকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের ত্রুটি দেখা যায় এবং শেষ পর্যন্ত আধুনিক চিকিৎসাও তাঁকে সুস্থ করে তুলতে পারে না। অথচ সময়মতো অঙ্গ পেলে বহু মানুষ হয়তো বেশ কয়েক দিন পৃথিবীতে আনন্দ উপভোগ করতে পারতেন। এক্ষেত্রে মৃত ব্যক্তির অঙ্গ অনেক সমস্যার সমাধান করতে পারে। প্রচারের অভাবে ইচ্ছে থাকলেও অনেকে মরণোত্তর অঙ্গদান করতে পারেন না। অনেক সময় কুসংস্কারও বাধা হয়ে দাঁড়ায়। তার মাঝেও দীর্ঘ সাঁইত্রিশ বছর ধরে প্রশংসনীয় কাজ করে চলেছে কলকাতার গণদর্পণ সংস্থা। সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে ২৫ শে জুন নাদিয়ার মাজদিয়ার পাপিয়া করের বাড়িতে পাপিয়া করের পরিবারের সদস্য সহ মোট পনেরো জন মানুষ মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেন। একটা বাড়িতে বসে একসঙ্গে এতজন মানুষের মরণোত্তর অঙ্গদান কার্যত এক বিরল ঘটনা।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক