October 6, 2025

আন্দোলনের নামে বন্ধ হোক গুন্ডামি

সোমালিয়া সংবাদ, আরামবাগ: বর্তমানে আন্দোলনের নামে সরকারি সম্পত্তির উপর আক্রমণ এক নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে চলছে লুটপাট, ভাঙচুর। আর তার থেকে বাদ যাচ্ছে না আশেপাশে থাকা বেসরকারি জিনিসও। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ বিতর্ককে কেন্দ্র করে সারাদেশে যে আন্দোলন চলছে তার ভয়াবহ রূপ সারাদেশ প্রত্যক্ষ করছে। প্রতিদিন কোটি কোটি টাকার সম্পত্তি আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেয়া হচ্ছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মত ও পথের পার্থক্য থাকতেই পারে। সরকারি সিদ্ধান্ত অপছন্দ হতেই পারে। তার জন্য নিশ্চয়ই আন্দোলন হবে। কিন্তু সেই আন্দোলনের নামে এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা কখনোই মেনে নেওয়া যায় না। আন্দোলনকারীদের এটা বোঝা উচিত, সরকারি সম্পত্তিতে অধিকার রয়েছে তার নিজেরও। সরকারি সম্পত্তি নষ্ট করার অর্থ নিজেদেরই ক্ষতি। কারণ আজ যে সরকার আছে আগামী দিনে সেই সরকার চলে যাবে। কিন্তু যা নষ্ট হচ্ছে তার দায় বহন করতে হবে বর্তমান থেকে ভবিষ্যৎ প্রজন্ম সকলকেই। পাশাপাশি এই আন্দোলনের ক্ষেত্রে আরও একটা প্রশ্ন ঘনীভূত হয়েছে। যারা ভাঙচুর লুটতরাজ চালাচ্ছে তারা কি সত্যিই আন্দোলনকারী? নাকি আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকজন যারা ভারতকে দুর্বল করতে প্রতি মুহূর্তে সচেষ্ট রয়েছে? এ ব্যাপারে ভাবতে হবে আন্দোলনকারীদেরকেই। নাহলে আগামী দিনে এর দায়ভার কিন্তু তাদের উপরই বর্তাবে।

Loading