October 5, 2025

ছবি: সৌজন্যে- ইন্ডিয়া টুডে

‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষা: এখন ভোট হলে এনডিএ পাবে ৩২১। মোদির কর্মক্ষমতায় আস্থা দেশের ৭৪ শতাংশ মানুষের


 সোমালিয়ার সংবাদ, কলকাতা: নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় জমানায় কুড়ি মাস কেটে গেছে  তার মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার, নাগরিকত্ব আইন, তিন তালাক বাতিল ইত্যাদি। পাশাপাশি কৃষি বিল পাস করালেও দেশজুড়ে কৃষকদের আন্দোলনে কোণঠাসা মোদি সরকার। এই সময়ের মধ্যেই ঘটেছে চিনা অনুপ্রবেশ,  করোনাকালে লকডাউন ইত্যাদি। ঠিক এরকম পরিস্থিতিতে দেশজুড়ে সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

এই সমীক্ষা চালিয়েছিল ‘ইন্ডিয়া টুডে’। সমীক্ষার নাম ‘ইন্ডিয়া টুডে: মুড অফ দ্য নেশন’। আর এই সমীক্ষায় সবাইকে চমকে দিয়ে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষ নরেন্দ্র মোদিকেই আবার বেছে নিয়েছেন। মোদির কর্মক্ষমতাই খুশি দেশের ৭৪ শতাংশ মানুষ। মোদির ভূমিকাকে ভালো বলেছেন ৪৪ শতাংশ মানুষ। অত্যন্ত ভাল বলেছেন ৩০ শতাংশ মানুষ। ১৭ শতাংশ মানুষ বলেছেন মোটামুটি কাজ করছেন। মাত্র ৬শতাংশ মানুষ  মোদি খুব খারাপ কাজ করছেন বলে মন্তব্য করেছেন। এই তথ্যই বলে দেয় দেশের মানুষের কাছে এই মুহূর্তে মোদির গ্রহণযোগ্যতা কতটা উঁচুতে রয়েছে। তবে সামগ্রিকভাবে এনডিএ-র জনপ্রিয়তা ২ শতাংশ হ্রাস পেয়েছে। গত লোকসভা নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ছিল ৪৫.৪৩ শতাংশ।  এখন ভোট হলে এনডিএ পেতে পারে ৪৩ শতাংশ। ইউপিএ পাবে ২৭ শতাংশ। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩ টি আসন দখল করেছিল। আর এন ডি এ পেয়েছিল ৩৫৩ টি আসন। এখন ভোট হলে এন ডি এ-র আসন সংখ্যা ৩২১ টি হতে পারে। ইউপিএ পেতে পারে ৯৩ টি আসন।

জানা গেছে, এই জনমত সমীক্ষা করা হয়েছে ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারির মধ্যে। সারা দেশে গ্রামের ৬৭ শতাংশ মানুষ ও শহরের ৩৩ শতাংশ মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। দেশের ৯৭টি লোকসভা কেন্দ্রে এবং ১৯ টি রাজ্যের ১৯৪ টি বিধানসভা কেন্দ্রের উপরে সমীক্ষা হয়।

Loading