October 5, 2025

বলিউড অভিনেতা রনবীর কাপুরকে নিয়ে শোরগোল

সোমালিয়া ওয়েব নিউজ: চলতি বছরের ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর ও আলিয়া ভট্ট। অভিনেতার পালি হিলের বাড়িতে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের সদস্যরা ছাড়া সেখানে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন অতিথি। দীর্ঘদিন ধরে চলে আসা একাধিক রীতি ভেঙে নিজের শর্তে বিয়ে করেন দুই তারকা। রণবীর ও আলিয়ার বিয়ে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাসও ছিল নজরকাড়া। কিন্তু হঠাৎই জানা গিয়েছে রণবীর কাপুরের ”প্রথম স্ত্রী”  আলিয়া ভট্ট নন। তিনি অন্য কেউ। আর তার কথা প্রথমবার প্রকাশ্যে এনেছেন খোদ অভিনেতাই। রণবীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ। একটা মেয়ে ছিল। আমি তাকে কখনও দেখিনি। কিন্তু আমার দারোয়ান বলেছিল যে, একদিন সেই মেয়েটি পুরোহিতকে সঙ্গে নিয়ে আসে। আর আমার বাংলোর গেটের সঙ্গে বিয়ে করে। গেটের গাটে টিকা লাগায়, ফুলও ছিল সেখানে। তো স্বাভাবিকভাবেই আমার বিষয়টা বেশ লেগেছিল। আমি এখনও আমার প্রথম স্ত্রী’কে দেখিনি। তাই ওর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।

Loading