সোমালিয়া ওয়েব নিউজ : পদ্মাসেতু নিয়ে বাংলাদেশে উন্মাদনা তুঙ্গে। এর মাঝেই সেতু নিয়ে বিতর্ক ওঠে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বায়োজিদ তালহা নামে এক যুবক একটি টিকটক ভিডিয়ো আপলোড করেছেন। ৩৪ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, যুবকটি পদ্মাসেতুর রেলিংয়ের উপর উঠে নাট খোলার চেষ্টা করছেন। দু’টি নাট তিনি খুলেও ফেলেছেন। ওই যুবককে বলতে শোনা যায়, ‘‘এই লুজ দেহি, লুজ নাট! আমি একটি ভিডিয়ো করতেছি, আপনারা দেহেন।’’ তিনি আরও বলেন, ‘‘এই হল পদ্মা সেতু আমাদের …. পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’’ এর প্রত্যুত্তরে পাশ থেকে একটি কণ্ঠস্বরকে পাল্টা বলতে শোনা যায়, ‘‘ভাইরাল কইরা ফালায়েন না ভিডিওটা। এই ভিডিয়োর সত্যতা এখনও সে দেশের সরকার স্বীকার করেনি। তবে ইতিমধ্যে ভাইরাল হয়ে যাওয়ায় ভিডিয়োটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের পুলিশ যুবকটিকে গ্রেপ্তার করে সরজমিনে তদন্ত শুরু করেছে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু