সোমালিয়া ওয়েব নিউজ: বুলডোজারে চেপে বিয়ে করতে এলেন বর। আর এই অভিনব ইচ্ছার খেসারত দিতে হলো বুলডোজার চালককে। মধ্যপ্রদেশের বেতুল জেলার ঘটনায় চালকের বিরুদ্ধে দায়ের মামলা। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ। সাধ মিটিয়ে আনন্দ করতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের সিভিল ইঞ্জিনিয়ার। সব ইচ্ছা পূরণ করে নিতে চেয়েছিলেন। তা বলে বুলডোজারে চেপে বিয়ে? এ কেমনতর ইচ্ছা? উঠছে প্রশ্ন। ঘোড়া বা গাড়ি নয়। আস্ত একটা জেসিবি মেশিনে চেপে বিয়ে করতে এসেছিলেন মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝাল্লার গ্রামের বাসিন্দা অঙ্কুশ। বরযাত্রী হিসেবে বুলডোজারে চেপে আসেন পাত্রের দুই মহিলা আত্মীয়ও। তাঁদের কীর্তিকলাপের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
মধ্যপ্রদেশের পুলিশ সুপার সিমলা প্রসাদের নির্দেশে বুলডোজার চালক রবি বরসকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন এসপি। সঙ্গে মোটর ভেহিকেলস অ্যাক্ট ভাঙার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ। জেসিবি মেশিন শুধুমাত্র বাণিজ্যিক কাজে ব্যবহার করার কথা। তাতে আমজনতার যাতায়াত নিষিদ্ধ। এই ঘটনায় রীতিমতো শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর