October 5, 2025

অদ্ভুত চিড়িয়াখানা খাঁচায় বন্দি মানুষ, পাশে ঘুরে বেড়াচ্ছে জীব জন্তু

সোমালিয়া ওয়েব নিউজ: বন্যজন্তুরা নয় বরং খাঁচার মধ্যে বন্দী থাকেন মানুষ। অদ্ভুত চিড়িয়াখানা। পৃথিবীর সবথেকে অদ্ভুত এই চিড়িয়াখানাটি অবস্থিত রয়েছে চীনে এবং সেখানে বুনো জন্তুরা যেমন বাঘ এবং চিতা একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। অন্যদিকে খাঁচার মধ্যে বন্দী থাকে মানুষেরা। বড়ই অদ্ভুত এই চিড়িয়াখানার নাম হল লেহে লেদু ওয়াইল্ডলাইফ। আসলে কিন্তু মানুষকে কোনো ভাবে শাস্তি দেওয়ার জন্য এরকম কোন চিড়িয়াখানা তৈরি করা হয়নি। চিড়িয়াখানার আধিকারিকরা বলছেন, মানুষ যাতে বন্য জন্তুদের একেবারে চোখের সামনে ঘোরাফেরা করতে দেখতে পান, তার জন্যই তাঁদেরকে খাঁচায় বন্দী করে একেবারে বন্য জন্তুদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরণের অদ্ভুত চিড়িয়াখানাটি খোলা হয়েছিল ২০১৫ সালে। এই অদ্ভুত চিড়িয়াখানায় কিন্তু আপনার আশেপাশে ঘোরাফেরা করবে বনের সবথেকে ভয়ঙ্কর কিছু হিংস্র জীবজন্তুরা। আপনি যেরকম চোখের সামনে বাঘকে দেখতে পাবেন, তেমনি কিন্তু চোখের সামনে দেখতে পাবেন জিরাফ এবং অন্যান্য বন্য পশুদের।

Loading