October 5, 2025

জার্মানিতে জি-৭ সম্মেলনে মোদি ও বাইডেনের সাক্ষাৎ ঘিরে আলোড়ন আন্তর্জাতিক মহলে

সোমালিয়া ওয়েব নিউজ: জার্মানিতে জি-৭ সম্মেলনে যোগ দিতে যাওয়া রাষ্ট্রপ্রধানেরা তখন মিউনিখে এলমাউ ক্যাসলে গ্রুপ ফোটো তোলার জন্য তৈরি হচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পাশে এসে দাঁড়ান মোদি। ট্রুডোর বাড়ানো হাত ধরলেন প্রধানমন্ত্রী। ঠিক সেই সময়ই পিছন থেকে মোদির কাঁধে হাত রাখলেন আমেরিকার প্রেসিডেন্ট। ঘুরে দাঁড়িয়ে বাইডেনের সঙ্গে করমর্দন করলেন মোদি। হাসতে হাসতে কথা বললেন কিছুক্ষণ। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ বাইডেনের এই সৌজন্যকে ইতিবাচক বলে মনে করছেন। গত মে মাসে কোয়াড বৈঠকে মোদি ও বাইডেনের সাক্ষাৎ হয়েছিল। দুই রাষ্ট্রনেতা ঠিক করেছিলেন, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রসারিত করতে উভয় দেশ আলোচনা চালিয়ে যাবে। জাপানে ওই কোয়াড বৈঠকের পরে এই প্রথম দেখা হল মোদি ও বাইডেনের। আগামী মাসে ‘আইটুইউটু’ সম্মেলেন ফের ভিডিয়ো কথা হবে এই দুই রাষ্ট্রনেতার। ওই সম্মেলনে ভারত, আমেরিকা ছাড়াও যোগ দেবেন ইজ়রায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধানেরা। আর এই মোদি ও বাইডেনের সাক্ষাৎ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরে।

Loading