October 5, 2025

মহারাষ্ট্রে উদ্ধবের ইস্তফা, বিজেপির রাজনৈতিক তৎপরতা শুরু

সোমালিয়া ওয়েব নিউজ: মহারাষ্ট্রে রাজনৈতিক নাটকের অবসান। ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ফেসবুক লাইভে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিবসেনা প্রধান। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও ইস্তফা দেন তিনি। নিজের ভাষণে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় স্পষ্টতই আবেগপ্রবণ হতে দেখা যায় উদ্ধবকে।  এদিন সুপ্রিম কোর্টের রায়ের পরই ফেসবুক লাইভ করে ইস্তফার কথা ঘোষণা করলেন উদ্ধব। উদ্ধবের ইস্তফা ঘোষণার ফলে গত ১০ দিনের ‘রাজনৈতিক নাটকের’ যবনিকা পড়ল মহারাষ্ট্রে। রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শিবসেনার তরফে জানানো আবেদন দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা শুনানির পর তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পাড়িয়ালার বেঞ্চ রাজ্যপাল নির্দেশিত নির্ঘণ্ট মেনেই আস্থাভোট গ্রহণের নির্দেশ দেয়। এরপরেই ‘ফেসবুক লাইভ’ করে পদত্যাগের কথা জানান উদ্ধব। উদ্ধবের ফেসবুক লাইভ চলাকালীনই তাঁর প্রতিনিধি রাজভবনে গিয়ে রাজ্যপাল কোশিয়ারির হাতে পদত্যাগপত্র তুলে দেন বলে শিবসেনা সূত্রের খবর। এরপরই মহারাষ্ট্র বিজেপি জোট সঙ্গীদের নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু করে।

Loading