October 5, 2025

চীনের সফল মঙ্গল গ্রহ অভিযান

সোমালিয়া ওয়েব নিউজ: মঙ্গল গ্রহ অভিযানের সাফল্য তুলে ধরল চিন। মঙ্গল গ্রহের কক্ষপথে আগেই পৌঁছেছিল চিনা মহাকাশযান। সেই মহাকাশযান প্রায় এক বছর ধরে ১৩০০ বার পাক খেয়েছে লালগ্রহকে। এই প্রদক্ষিণের সময়ই মঙ্গলগ্রহের বিভিন্ন এলাকার পুঙ্খানুপুঙ্খ ছবি তুলেছে বলে জানিয়েছে চিনের মহাকাশ সংস্থা। সেই ছবি প্রকাশও করেছে তাঁরা। এমনকী মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরির দাবিও করেছে চিন। চিনা মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (সিএনএসএ) জানিয়েছে  তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে। ২০২০ সালের জুলাই মাসে পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার দূরবর্তী মঙ্গল গ্রহের উদ্দেশে পাড়ি দিয়েছিল চিনা মহাকাশ বিজ্ঞানীদের তৈরি ‘তিয়ানওয়েন-১’। চিনের দক্ষিণ উপকূলের হায়নান দ্বীপ থেকে ‘লং মার্চ-৫’ রকেটে চেপে মহাকাশযাত্রা শুরুর সাত মাস পর, ২০২১ সালে ফেব্রুয়ারির শেষে `তিয়ানওয়েন-১’ মঙ্গলের কক্ষপথে পৌঁছয়। এর পর মহাকাশযান থেকে একটি ল্যান্ডার ও একটি রোভার লাল গ্রহের ইউটোপিয়া অঞ্চলে অবতরণ করেছিল।

Loading