সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: তীর্থযাত্রী প্রদর্শক সংঘের কমিটি গঠন হল বুধবার। শৈবতীর্থ তারকেশ্বরের মন্দিরের সাথে যুক্ত তীর্থযাত্রী প্রদর্শক সংঘের কমিটি গঠন ছিল এদিন। তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডুর উদ্যোগে নতুন কমিটি গঠন হল। এদিনের কমিটি গঠন অনুষ্ঠানে চেয়ারম্যান উত্তম কুন্ডু ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর অনুপ পন্ডিত, প্রদীপ সাহা এবং তীর্থ যাত্রী প্রদর্শক সংঘের সদস্যবৃন্দরা। চেয়ারম্যানের উপস্থিতিতে এদিন ১৫-জনের নতুন কমিটি গঠন হয়। সেখানে উপদেষ্টামন্ডলীর সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম কুন্ডু, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীকান্ত গোস্বামী, সংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন নিমাই ভট্টাচার্য, সহ-সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, সম্পাদক গোপাল চ্যাটার্জী, সহ সম্পাদক পাপ্পু সরকার নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে উত্তম কুন্ডু বলেন, শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহ্য ও গর্ব। শুধু হুগলি জেলারই নয় , রাজ্যের বিভিন্ন জেলা ও অন্যান্য রাজ্যের প্রচুর ভক্ত তারকেশ্বরে আসেন। তাঁদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রদর্শক সংঘের। আগামী দিনে প্রদর্শক সংঘের সমস্ত সদস্যদের আইকার্ড গলায় ঝুলাতে হবে এবং মন্দিরের আগত যাত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের পুজো অর্চনার কাজ করতে হবে যাতে তাঁরা নিজেদের এলাকায় গিয়ে তারকেশ্বরের বদনাম নয় সুনাম করেন। তাই আগামী দিনে তীর্থ যাত্রী প্রদর্শক সংঘের ৪২০ জন সদস্য যেন এই নিয়ম মেনে চলেন সেই আবেদন করেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি