October 5, 2025

তৃণমূলের বর্ষীয়ান নেতা নির্মল মাজিকে নিয়ে অস্বস্তিতে দল

সোমালিয়া সংবাদ, কলকাতা: মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে ঘরে-বাইরে সমালোচনার মুখে তৃণমূল বিধায়ক নির্মল মাজি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার পুণর্জন্ম হিসেবে তুলে ধরেছিলেন তিনি। যুক্তি স্বরূপ হাজির করেছিলেন, মৃত্যুর আগে মা সারদার উক্তি ও সংখ্যাতত্ত্ব। নির্মলের সেই বক্তৃতার ক্লিপিং ইতিমধ্যেই ভাইরাল। এবার তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল বেলুড় রামকৃষ্ণ মিশন ও মঠ। মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দজি মহারাজ তাঁর ভিডিও বার্তায় স্পষ্ট করে বলেছেন, ‘সম্প্রতি কোনও এক রাজনৈতিক নেতা তাঁর বক্তৃতায় বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী নাকি দেহত্যাগের আগে রামকৃষ্ণ মিশনের মহারজদের বলে গিয়েছেন, তিনি এর পরে মানবী রূপে দক্ষিণ কলকাতায় আবির্ভূত হবেন। শ্রী শ্রী মাকে নিয়ে যা প্রামাণিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তাতে এরকম কোনও তথ্য নেই।’ মহারাজ প্রশ্ন তোলেন, ‘এই নেতা এমন অদ্ভুত তথ্য পেলেন কোথায়? কী ভাবে তা প্রকাশ্য সভায় বললেন?’ সবমিলিয়ে নির্মল মাজিকে নিয়ে অস্বস্তি তৃনমূল কংগ্রেস।

Loading